সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: গতকাল রবিবার রাতে শ্রীমঙ্গল শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে।
অভিযানে সরকারি নির্দেশ অমান্যে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
গতকাল রবিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৪টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নেছার উদ্দিন এ জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।