শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
স্টাফ েিরপাটার: কুমিল্লার ময়নামতিতে সড়ক দূর্ঘটনায় জুড়ীর আব্দুল আহাদ (৩০) নামের এক শিক্ষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর (মাঝপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য রুসনা বেগমের ছোট ভাই। পরিবারসুত্রে জানা যায়,কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।এদের মধ্যে আব্দুল আহাদের বাড়ি জুড়ীতে।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ময়নামতি এলাকায় ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। ট্রাকটি এসে তাদের চাপা দেয়।এতে ঘটনাস্থলে রিক্সার চালক সহ দুই যাত্রী নিহত হন।
এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে সেখানকার পুলিশ। নিহতের বোন জায়ফর নগর ইউনিয়নের সংরক্ষিত সদস্য রুসনা বেগম জানান,শুক্রবার রাতে আব্দুল আহাদ একটি চাকরির পরীক্ষার ভাইভা দিতে কুমিল্লা যায়।সেখানে ভোরে দূর্ঘটনা হয়েছে বলে খবর পেয়ে তারা সেখানে যাচ্ছেন। আব্দুল আহাদ সিলেটের শাহীন স্কুল এন্ড কলেজে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।তার দেড় বছরের একটি মেয়ে রয়েছে।তার স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।