রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আজ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে হতে যাওয়া এ ম্যাচ দিয়েই ম্যান ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে অভিষেক হবে ক্রিস্টিয়ানো রোনালদোর।
রোনালদোর অভিষেকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ম্যান ইউনাইটেডের কোচ ওলে গুনার সুলশার। তবে পর্তুগাল অধিনায়ক শুরুর একাদশে থাকছেন কিনা, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি সুলশার।
মাঠে নামার আগে শুক্রবার রোনালদো ঘুরে যান প্রিয় স্টেডিয়াম। ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এখানে ছুটি কাটাতে আসিনি। আগের সময়টা ভালো ছিল, গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিলাম। অনেক বছর আগে আমি এই জার্সি পরতাম। আমি এখানে আবারও জিততে এসেছি।’