রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সকল প্রস্তুতি শেষে সাড়া দেশের ন্যায় প্রায় ১৮ মাস পর রোববার ১২ সেপ্টেম্বর থেকে মৌলভীবাজারের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্লাস শুরু হয়েছে। মৌলভীবাজার জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ২,৮২৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘদিন পর সকালে অভিবাবকরা নিয়ে যান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের।
প্রথম দিনে মৌলভীবাজার পৌর এলাকার স্কুলগুলোর শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কম দেখা গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাথীদের হাত ধোয়ার জন্য দায়ছাড়া পানির বালতি ও হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। শিক্ষাথীরা মাস্ক পরিধান ছাড়া শ্রেণী কক্ষে প্রবেশ করতে দেখা যায়। তবে স্কুল কর্তৃপক্ষ তাদের মাস্ক পরিধান করে দেয়।
এদিকে অনেক শিক্ষার্থীরা তাদের স্কুল ইউনিফর্ম ছোট হয়ে যাওয়ায় পরিধান করে স্কুলে যেতে পারেননি।