শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সীমান্ত অধ্যুষিত মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসের ভয়ানক রূপ দেখা গিয়েছিলো। তবে কঠোর লকডাউনের মধ্য দিয়ে জেলায় কমতে শুরু করে করোনা শনাক্তের হার। গত দুইদিন এই শনাক্তের হার ছিলো ১০ শতাংশের মধ্যেই, আজ তা নেমে এসেছে মাত্র ৪ শতাংশে।
রোববার (১২ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৫ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের ১০ দশমিক ৩ শতাংশ।এর আগে শুক্রবার শনাক্তের হার ছিলো ৯ দশমিক ৮ শতাংশ।
সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৯৫২ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ১ জন শ্রীমঙ্গলের বাসিন্দা। এ নিয়ে জেলায় ৭ হাজার ৯৫২ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। তারাও সকলেই শ্রীমঙ্গলের বাসিন্দা। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৬৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।