সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: বাংলাদেশ গেমসে নারী ফুটবলে স্বর্ণ জিতেছে মাগুরাবঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের নারী ফুটবলে স্বর্ণ পদক জিতেছে মাগুরা জেলা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাগুরা টাইব্রেকারে ৩-২ গোলে ব্রাহ্মণবাড়ীয়াকে হারিয়ে স্বর্ণ জয় করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। রাজশাহী ৮-১ গোলে আনসারকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে একই দিনে সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সন্ধ্যা ৭টায় ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় দেরিতে শুরু হয় ম্যাচটি।
প্রথম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জিতে টাইব্রেকারে। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় সেমি-ফাইনালে আনসার ভিডিপিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল মাগুরা।