বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (রবিবার) প্রাণ হারিয়েছে আরও ২ জন।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৩০৭ জন।
আজ সোমবার (৫ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রবিবার ২৪ ঘন্টার মধ্যে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এসব ল্যাবে মোট ১ হাজার ৭শ ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০৭ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৮০ জন এবং উপজেলায় ২৭ জন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৮০৭ জনে।
এদিন ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে নতুন ২ জনের জেলায় মৃত্যুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯৫ জনে দাড়িয়েছে।