কুলাউড়ার প্রতিনিধিঃ পৃর্ব সিলেটের ঐতিহ্যবাহী পৃথিমপাশা জমিদার পরিবারের অন্যতম উত্তরাধিকারী,খ্যাতিমান লেখক গবেষক নবাব আলী হামিদ খাঁন নাদির আর নেই। তিনি ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকার উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৌলভীবাজার -২ আসনের প্রয়াত সংসদ সদস্য নবাব আলী সরোওয়ার খান (চুন্নু নবাব) এর ৩য় পুত্র নবাব আলী হামিদ খান নাদির (৬৭)।
তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন। নবাব আলী হামিদ খানের ২টি জানাজার নামাজ বাদ জুম্মা ঢাকা হোসেনীদালান ও বাদ এশা কুলাউড়ার পৃথিমপাশা নবাববাড়ী প্রাঙ্গণে অনুুষ্টিত হবে পারিবারিক সৃত্রে জানাগেছে।
পৃথিমপাশা নবাববাড়ীর কৃতিসন্তান নবাব আলী হামিদ খাঁন বিভিন্ন জাতীয় দৈনিকের নিয়মিত কলাম লেখক ছিলেন। এছাড়া এলাকায় শিক্ষা বিস্তার, সমাজসেবা, পরিবেশ রক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং দানবীর হিসেবে পরিচিত ছিলেন।