মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: পাকিস্তান সফর বাতিলের ঘটনায় বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়ছে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট বলছেন, সব দিক বিবেচনা সফর বাতিল করা ছাড়া আর কোন উপায় ছিল না তাদের।
পাকিস্তান ছেড়ে এই মুহূর্তে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়েরা আছেন দুবাইয়ে। খেলোয়াড়-কোচিং স্টাফ মিলিয়ে ৩৪ জনের দলটি ইসলামাবাদ থেকে একটি বিশেষ বিমানে দুবাই এসে পৌঁছান। সেখানে আইসোলেশন শেষে ২৪ জন নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। বাকিরা আইপিএল খেলতে দুবাইয়ে থেকে যাবেন। পেশাদার ও আতিথেয়তার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানকে ধন্যবাদ দিয়েছেন হোয়াইট।
এই কঠিন সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হোয়াইট। তবে সফর চালিয়ে নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না বলে স্পষ্ট করেছেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এই উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি, আমাদের দলের ওপর পরিকল্পিত হামলার সম্ভাবনা আছে। আমরা নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা বলেছি। এরপর আমরা যা জেনেছি, সেটার পর পাকিস্তান থাকার আর কোনো উপায় ছিল না।’
নিরাপত্তা পর্যবেক্ষক দলের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ সফর শেষ করে সরাসরি পাকিস্তান যায় নিউজিল্যান্ড। শুক্রবার প্রথম ওয়ানডে শুরুর আগে হঠাৎ পরিস্থিতি বদলে যায়। এক বিবৃতিতে হোয়াইট বলেছেন, ‘শুরু থেকে পাকিস্তান সফরের ব্যাপারে দারুণ ইতিবাচক ছিলাম আমরা। তবে নিরাপত্তা নিয়ে ব্যাপক মূল্যায়নের পর শুক্রবার পুরো পরিস্থিতি বদলে যায়।’
হোয়াইট আরও বলেছেন, ‘আমরা নিরাপত্তা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আগে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের, জিম্বাবুয়ে যারা পাকিস্তান সফর করে গেছে তাদের পরামর্শ নিয়েছি। কিন্তু শুক্রবার সব বদলে যায়। হুমকির ধরন বদলে যায়। আমাদের হাতে অন্য কোনো সুযোগ ছিল না। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা নিয়ে আমি তৃপ্ত।’