1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

সিলেটে শনাক্ত ও মৃত্যু আরও কমছে

  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

সিলেট প্রতিনিধি :: শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৬ জনের। এ সময়ে মারা গেছেন ১ জন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৩ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৪ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় তথ্য জানিয়েছে।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৩৭ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৮ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো করোনা রোগী শনাক্ত হননি।

৬৯৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৬.৬১ ভাগ। এর আগের চব্বিশ ঘন্টায় ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ২৪৭ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৬৬ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩৯৫ জন। সুনামগঞ্জের ৬২১৮ জন, মৌলভীবাজারের ৮০৩৫ জন ও হবিগঞ্জের ৬৫৯৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৩৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৬১২ জন।

এদিকে, করোনা রোগী কমতে থাকায় সিলেটের কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চাপ কমে এসেছে। আজ সকাল পর্যন্ত ৯১ জন করোনা রোগী হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫০ শয্যার করোনা ইউনিটে আজ ভর্তি আছেন ৮৭ জন। এর মধ্যে করোনা রোগী ২৫ জন। বাকি ৬২ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে ওই ইউনিটে রাখা হয়েছে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট জেলায় করোনা রোগীদের জন্য ৪৮৭টি শয্যা আছে। কিন্তু বেশিরভাগ শয্যাই এখন খালি। করোনা পরিস্থিতির উন্নতি ধরে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..