মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : জুড়ী বাসষ্ট্যান্ড মসজিদের দ্বিতীয় তলায় আবসিক সহাফেজখানা খুলে ৩ শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ উঠেছে হাফেজ তামিম আহমদ (৪০) এর বিরুদ্ধে। তিনি ওই মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে হাফেজখানা বন্ধ করে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত হাফেজ তামিম।
মান সম্মানের ভয় আর নানামুখি চাপে পাশবিকতার শিকার শিশুদের অভিভাবকরাও মূখ খুলছে না। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গত করোনা কালে জুড়ী বাসষ্ট্যান্ড মসজিদের দ্বিতীয় তলায় আবাসিক হাফেজ খানা খুলেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলামের ছেলে হাফেজ তামিম আহমদ (৪০)। জুড়ী সদরের ৩ জন ব্যবসায়ী তাদের ৩ ছেলেকে ওই হাফেজ খানায় ভর্তি করেন। হাফেজ খানা খোলার ৩ দিনের মাথায় হাফেজ তামিমের বিরুদ্ধে এ ৩ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে তামিম হাফেজখানা বন্ধ করে গা ঢাকা দেয়। এদিকে ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠে তামিম ও তারা বাবা মাওলানা নজরুল ইসলামের ভাড়াটিয়া কিছু লোক। এব্যাপারে মাওলানা নজরুল ইসলাম মসজিদে হাফেজখানা খোলার ও পরে তা বন্ধের সত্যতা স্বীকার করে জানান তিনি ও তার ছেলে ষড়যন্ত্রের শিকার।