1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে এবার ভিন্ন ভাবে পালিত হলো “বিশ্ব পর্যটন দিবস ২০২১”

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

এম এ রকিব :শ্রীমঙ্গলে এবার ভিন্ন ভাবে পালিত হলো “বিশ^ পর্যটন দিবস-২০২১” দিবসটি উপলক্ষে সোমবার রাতে “শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা’র” আয়োজনে, হবিগঞ্জ রোডস্থ ‘টি হ্যাভেন রিসোর্ট’ এর হল রুমে সদ্য প্রয়াত সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোঃ মুসা’র স্বরণে শোকসভা, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সহ-সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুরস এর সত্তাধিকারী মো. সেলিম আহমেদের সভাপতিত্বে এবং গ্রীনলিপ ইকো ট্যুরিজমের সত্তাধিকারী তাপস দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ শামিম উর রশিদ তালুকদার, ট্যুরিষ্ট পুলিশের ইন্সপেক্টর মো. আতিকুর রহমান, সাতগাও হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশ) নয়ন কারকুন, শিক্ষক জহর তরফদার।

এছাড়া বক্তব্য রাখেন, মরহুম আবু সিদ্দিক মোঃ মুসা’র ছোট ভাই সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সিদ্দিক মো. ইদ্রিছ লেদু, হারমিটেজ গেষ্ট হাউজের সত্তাধিকারী সুলতানা নাহার, লেচুবাড়ি ইকো রিসোর্ট এর সত্তাধিকারী মো. সামছুল হক, বালিশিরা রিসোর্ট এর চেয়ারম্যান শহিদুল হক, মৌলভীবাজার জেলা ট্যুর গাইড ও ট্যুর অপারেটর কমিউনিটি’র আহবায়ক মো. খালেদ হোসেন, স্মার্ট ট্যুরিজম এর সত্তাধিকারী ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম এ রকিব, গ্রিন পার্ক টি রিসোর্ট এর সত্তাধিকারী ফারুক আহমেদ, সাংবাদিক বিকুল চক্রবর্তি, লাক্সম্যান ট্যুরিজমের সত্তাধিকারী ভূপেন সেন প্রমূখ।

তার আগে আবু সিদ্দিক মোঃ মুসা’র মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দেওয়ান তানজির আওসাফ চৌধুরী রাহিন এর কন্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। এরপর শাহজির বাজার জামে মসজিদের খতিব মাও. জালাল উদ্দিন আহমদ মোনাজাত পরিচালনা করেন। এসময় শহরের বিভিন্ন হোটেল-রিসোর্ট এর মালিক, ট্যুর গাইড ও ট্যুর অপারেটররা মোনাজাতে অংশগ্রহন করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..