সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া নারীরা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের শিরোনাম সে ভাবে হয়না। তবে মিয়ানমারের বিউটি কুইন হ্যান লে এদিক থেকে ব্যতিক্রম। থাইল্যান্ডে মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল ২০২০ এর অনুষ্ঠানে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন মিস গ্রান্ড মিয়ানমার। তিনি বলেছেন, আজ আমার দেশ মিয়ানমারে বহু মানুষ মারা যাচ্ছে। দয়া করে মিয়ানমারকে সহায়তা করুন। তিনি এটা মনে করেন যে, এই প্ল্যাটফর্মে এসে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে তার বলা দুই মিনিটের কথার মূল্য অনেক বেশি। সে কারণে অনিয়মের ব্যাপারে মুখ খুলেছেন। তিনি বলেন, মিয়ানমারে সাংবাদিকদেরও আটক করা হচ্ছে। সে কারণে আমি এ ব্যাপারে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। মিয়ানমারে আন্তর্জাতিক সহায়তা জরুরি ভিত্তিতে দরকার বলে মনে করেন তিনি। উল্লেখ্য, এর আগে ২২ বছর বয়সী এই তরুণী ইয়াঙ্গুনের রাস্তায় নেমেও সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।