1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনের নৌকা প্রাথীর বিজয়: নিকটতম প্রতিদন্ধী আনারস প্রতীক নিয়ে প্রেম সাগর হাজরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২০২ বার পঠিত

এম এ রকিব
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় নৌকা প্রতিক নিয়ে ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ২৮৩ ভোট ।
এদিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কারচুপি ও ভোট কেন্দ্র দখলের অভিযোগ এনে প্রধান দুই প্রতিদন্ধী নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন।
বৃহস্পাতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ৮০টি কেন্দ্রের ৫শ’ ৭৯টি বুথে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে উপজেলার কালাপুর, ভুনবীর, আশিদ্রোন, মির্জাপুর, কালিঘাট, রাজঘাট ইউনিয়ন ও পৌরসভার  বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে নারী পুরুষ ভোটারদের ভোট দিতে দেখা গেছে। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম। অন্যদিকে, চা বাগান অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন না করলেও আ’লীগের অপর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আফজন হক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪৪৬ ভোট। এছাড়া জাতীয় প্রার্টির প্রার্থী লাঙ্গল প্রতিক নিয়ে মোট ৭৯৪ ভোট পেয়েছেন।
এদিকে, দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউপির কাসিমপুর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে র‌্যবের সাথে জনতার সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,  ভোট কেন্দ্রের পাশে প্রার্থীদের সমর্থকদের ক্যাম্পেইন সেন্টার ও অস্থায়ী দোকান পাট সরিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হন। পরে র‌্যাব সদস্যরা বাধ্য হয়ে ফাঁকা গুলি ছুঁড়ে। এতে আতংকিত হয়ে লোকজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এসময়  কিছুক্ষনের জন্য ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া ঘটনাস্থলে ছুটে যান। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে  পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে, শহরতলীর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আনারস মার্কার কর্মী সমর্থককে মারধর করার অভিযোগ করেন নৌকার প্রধান প্রতিদন্ধী প্রেম সাগর হাজরা। তিনি নির্বাচনে কারচুপি, কর্মী সমর্থকদের মারধর, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ এনে বেলা সাড়ে তিনটার দিকে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। এর পরপর ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ নেয়া আ’লীগের আরেক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আফজল হকও একই অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিজয়ী প্রার্থী ভানু লাল রায় এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচন অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। জনগন জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন।’ এজন্য তিনি উপজেলার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য গত ২১শে মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব এর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৩৩হাজার ৯১৬জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৬ হাজার ৫৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..