রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: লাদাখের গালওয়ান নদী উপত্যকা নিয়ে গত বছরের জুন থেকে চলে আসা উত্তেজনার বিষয়ে গতকাল রবিবার মোলদোতে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে ১৩তম কমান্ডার পর্যায়ে বৈঠকে বসেছিল ভারতীয় সেনাবাহিনী। ভারতের পক্ষ থেকে সীমানা রেখা নিয়ে একটি প্রস্তাব রাখা হলেও চীন নতুন কোনো সমঝোতা করতে রাজি হয়নি।
এনডিটিভি বলছে, চীনের সেনারা ওই প্রস্তাব অযৌক্তিক হিসেবে ছুড়ে ফেললেও, নিজেদের প্রস্তাব গঠনমূলক ছিল বলে দাবি করছে ভারত। এ ছাড়া চীনের দুই সেনাকে ভারতে আটকের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে চীনা পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট। এমনকি চীনের সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করেছে এবং ভারতীয় সেনাদের কাছ থেকে বাধা পেয়েছে, এমন তথ্যেরও প্রতিবাদ জানিয়েছে চীন।
চীন বলছে, সাম্প্রতিক ঘটনা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একটি ভিন্ন অংশে সংঘটিত হয়েছে।
শনিবার ভারতের চিফ অব স্টাফ জেনারেল এম এম নারাভানে বলেন, ‘পূর্ব লাদাখ অঞ্চলে চীন যদি বিপুল সংখ্যক সেনা মোতায়েন জারি রাখে, ভারতীয় সেনাবাহিনীও নিজেদের তরফ থেকে সর্বোচ্চ শক্তি নিযুক্ত করে রাখবে।’