1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় আ’লীগ নেতা সাদরুল খানের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২১২ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য ও স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খান পলিট বলেছেন, “আপনার পরিকল্পনাতেই উন্নত হবে দেশ, আপনার পরিকল্পনাতেই এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে দেশগঠনে নাগরিক ভাবনা জানতে “আপনার পরিকল্পনাতেই হবে উন্নত বাংলাদেশ” শীর্ষক একটি কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি। টেকসই অর্থনীতি গড়তে ও জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের পরিকল্পনা জানতে লেখা আহ্বান করা হচ্ছে উপ-কমিটির পক্ষ থেকে। ‘বাংলাদেশ কীভাবে সমৃদ্ধ অর্থনীতির পথ ধরে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে’ এ বিষয়ে নাগরিকদের সু-চিন্তিত মতামত চায় আওয়ামী লীগ। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ([email protected]) এ ঠিকানায় বাংলা ও ইংরেজি যেকোনো ভাষায় কমপক্ষে ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে লেখা পাঠানোর আহ্বান জানান তিনি। লেখা পাঠানোর সময় পেশা, বয়স, ই-মেইলের শেষে নাম, ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেরা পরিকল্পনার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। যাদের পরামর্শ গ্রহণ করা হবে, পরবর্তীতে সেসব পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় কুলাউড়া পৌরসভা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য সাদরুল আহমেদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১-কে বাস্তবায়ন করতে হবে। এই বিশাল চ্যালেঞ্জে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণমানুষের কথা শোনে এবং গণমানুষের জন্যেই কাজ করে। আমরা এই কর্মসূচির পরিকল্পনা করেছি যাতে দেশের নাগরিকেরা দেশের উন্নয়নে নিজেদের সু-চিন্তিত মতামত ব্যক্ত করতে পারেন। এই পরামর্শ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরী করা হবে। এছাড়াও দারিদ্রমুক্ত, জ্ঞানভিত্তিক সমাজ, চতুর্থ শিল্প বিপ্লব, তথ্য-প্রযুক্তি, গুণগত শিক্ষাব্যবস্থা, জেণ্ডার সমতা, উন্নত স্বাস্থ্যসেবা, প্রবৃদ্ধি-বান্ধব অবকাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা, শান্তি-নিরাপত্তা ও জঙ্গিবাদ দমন, পর্যটন শিল্পের বিকাশ, স্থিতিশীল আর্থিক ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, জনগণের ক্ষমতায়ন ও সুশাসন, তারুণ্যের দক্ষতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রযাত্রা বাস্তবায়নের মতো বিষয়ে বিদ্যমান সমস্যা সমস্যা সমাধানে মতামত দেয়ার সুযোগ রয়েছে। আওয়ামী লীগ বিশ্বাস করে নাগরিকদের সু-চিন্তিত পরামর্শেই দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন দরজা খুলে যেতে পারে, বদলে যেতে পারে বিকাশমান উন্নয়ন পরিকল্পনার গতিপথ। দেশের অর্থনীতি এগিয়ে গেলে উপকৃত হবে প্রত্যেক জনগণ, উন্নত হবে জীবনমান। এই চিন্তাকে মাথায় রেখেই এই কর্মসূচির আহবান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটি। উল্লেখ্য, স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ও একনিষ্ঠ কর্মী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বরমচাল ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ খানের পুত্র ও বরমচাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট এর কনিষ্ঠ ভ্রাতা ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..