শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ভোক্তা-অধিকার অধিদপ্তরের ডিজি বাবলু কুমার সাহার নির্দেশে মাস্ক বিতরণ করা। করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) রাজনগর উপজেলার কালার বাজার, ছোয়াব আলী বাজার, ফেঞ্চুগঞ্জ রোডসহ বিভিন্ন জায়গায় পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয় । বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহার নির্দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের বাজার তদারকির পাশাপাশি এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।