মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক: দেড়শ ছাড়িয়েছিল আগের ম্যাচে। তবে অসন্তুষ্টি ছিল। কারণ আইসিসির সহযোগী দেশ ওমানের বিপক্ষেও সুবিধা করা যায়নি। তবে পাপুয়া নিউগিনির বিপক্ষে সুপার টুয়েলভ নিশ্চিতের ম্যাচে জ্বলে উঠলেন বাংলাদেশের ব্যাটাররা। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তো বটেই, প্রতিযোগিতারই সর্বোচ্চ স্কোর গড়লো বাংলাদেশ।
আজ (বৃহস্পতিবার) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর ঝড়ো হাফসেঞ্চুরি (৫০), সাকিব আল হাসানের কার্যকারি ইনিংস এবং আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।