শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ২০ বছরের আফগানযুদ্ধে সহায় সম্বল হারিয়েছেন বহু আফগান নাগরিক। এক সময় যাদের সব ছিল এখন তাদের ঠাঁই হয়েছে নিজ দেশের অস্থায়ী ক্যাম্পে। তাঁবুতে মানবেতন জীবনে নিত্যসঙ্গী ক্ষুধা আর দারিদ্র্য।
নিজ দেশেই শরণার্থী বহু আফগান নাগরিক। কাবুলের পার্কে তাবু টাঙিয়ে বানানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। যুদ্ধে ঘর হারিয়ে অনেকেই ঠাঁই নিয়েছেন এ ক্যাম্পে। প্রায় ৪ হাজার মানুষের ঠিকানা হয়েছে উন্মুক্ত এই পার্কে।
প্রায় দেড় হাজার তাঁবুতে কোনো রকমে মানবেতর দিন পার করছেন গৃহহীন এই আফগানরা। প্রচণ্ড শীতে কাটাতে হচ্ছে নির্ঘুম রাত।
পার্কে আশ্রয় নেয়া এক বৃদ্ধা বলেন, চার মাস ধরে পরিবারের কাউকে দেখি নি। ঠিক মতো খেতে পারছি না। ঘুমও হয়নি। স্বাভাবিক জীবনে ফিরতে চাই আমি।
সবচেয়ে নাজুক অবস্থায় শিশুরা। অস্বাস্থ্যকর পরিবেশ আর খাবারের সংকটে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশুরা।
এই শিশুদের অনেকেই আফগান যুদ্ধে হারিয়েছে বাবা-মা, প্রিয়জন। সামনে অনিশ্চিত ভবিষ্যত, নিত্যসঙ্গী ক্ষুধা আর দারিদ্র্য। তার পরও মুছে যায়নি নিষ্পাপ হাসি।