শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
হাফিজার পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৭ অক্টোবর স্কুল শেষ করে আর বাড়ি ফেরেনি হাফিজা। তাকে সর্বশেষ টাওয়ার হ্যামলেটস এলাকায় দেখা গেছে। হাফিজার নিখোঁজ সংবাদের বিষয়ে স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। কেউ হাফিজার খোঁজ পেলে ১০১ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।হাফিজার স্কুল থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার হাফিজা স্কুলে আসে, ক্লাস করে। কিন্তু তারপর কী হয়েছে তারা বলতে পারেন না। হাফিজার নিখোঁজে তার পরিবারের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে কিশোরীদের ছবি বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে। এই কিশোরীদের নিখোঁজের সন্দেহে ৫৪ বছরের একজনকে নর্থ লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, লন্ডন ও কেন্ট ছাড়াও তারা এই কিশোরীদের খুঁজতে লিসেস্টার ও ডান্ডির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। আর তাদের এই অভিযানে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশও কাজ করছে।