রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বিভিন্ন টিকা কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন কেন্দ্রে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল থেকে ১১২ টি কেন্দ্রে টিকা প্রদান শুরু হয়েছে।
বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,সিভিল সার্জন ডা.জালাল উদ্দিন মোর্শেদসহ পৌর কাউন্সিলর বৃন্দরা ।
সিভিল সার্জন ডা.জালাল উদ্দিন মোর্শেদ জানান, সকল মানুষকে টিকার আওতায় আনতে জেলার ৬৭টি ইউনিয়নে ১ টি করে কেন্দ্র ও ৩টি বুথ রয়েছে। আর ৫টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ টি করে কেন্দ্র আর ২টি বুথ আছে।
গত ২৮ সেপ্টেম্বরে ৩দিনে ১ লক্ষ ১৭ হাজার ২ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছিল। আজ দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে এসএমএস পাওয়াদের প্রথম ডোজ টিকাও দেয়া হচ্ছে।