রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রেসক্লাব কুলাউড়ার আয়োজনে মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন কুলাউড়ার সকল কলম শৈনিকদের সাথে মত বিনিময় করেন।
গত ২৮ অক্টোবর রাতে কুলাউড়ার ডাইনিং ডে নাইট পার্টি সেন্টারে কুলাউড়া উপজেলার প্রেসক্লাব কুলাউড়ার আয়োজনে মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন কুলাউড়ার সকল কলম শৈনিকদের সাথে মত বিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ এর সঞ্চলায় ও প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।
বিশেষ অতিথির বক্তব্যদেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শম্ম প্রদিপ ভট্টাচার্য সজল,লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো:আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন,মতছিন আলী উচ্চ বিদ্যালয়ের ফয়জুর রহমান সুরুক,প্রেসক্লাব কুলাউড়া প্রতিষ্টাতা সভাপতি স্বপন কুমার দেব রতন,কবি ইব্রাহিম খলিল,হাবিবুর রহমান টুটুল,ঠিকানা ক্লাবের সভাপতি রাফিদ শাহীন।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক এম মছব্বির আলী, ময়নুল ইসলাম পবন,মোক্তাদির হোসেন,বিশ্বজিৎ দাশ,মিন্টু দেশওরা,আলাউদ্দিন কবির,জসিম চৌধুরী, আশিস দেব,জাবেদ আহমদ,এস ডি রুবেল,এস আলম সুমন,সৈয়দ আশফাক তানভীর, মাহফুজ শাকিল,তাজুল ইসলাম,আব্দুল আহাদ,এনামুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ময়নুল ইসলাম পংকি, হাসান আল মাহমুদ রাজু,ছয়ফুল আলম সাইফুল, জিয়াউল হক,জুয়েল ইসলাম,সালাউদ্দিন, ফারহানা আহমেদ রিমি প্রমুখ।