রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন
সাহাবুদ্দিন :: নবিগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের ঐতিহ্যবাহী হযরত শাহ সদর উদ্দিন কোরেশী রহ. হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পিটুয়া”
ইউকে প্রবাসী আলহাজ্ব আনসার মিয়া চৌধুরী সাহেবর পক্ষ থেকে সুন্নাতে খৎনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
(৩০ অক্টোবর) ২০২১ইং, রোজ শনিবার হযরত সদর উদ্দিন কোরেশী রহ. হাফিজিয়া মাদ্রাসার হল রুমে মাদ্রাসা সভাপতি আলহাজ্ব সৈয়দ মতিউর রহমান (পিয়ারা) এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদুল হুফফাজ সাজ্জাদুর রহমান আল-হাসান এর পরিচালনায় সুন্নাতে খৎনা অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পিটুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ইউকে প্রবাসী আলহাজ্ব আনসার মিয়া চৌধুরী।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তরপুর ইউনিয়নের ইউপি সদস্য আঞ্জুমানে আল ইসলাহ এর সভাপতি আব্দুল বারি চৌধুরী সাবুল মিয়া,এছাড়াও উপস্থিত ছিলেন সহ অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক সৈয়দ আজমল আলী,মাদ্রাসা কোষাদক্ষ দেলওয়ার হোসেন নাজিম,সহ কোষাদক্ষ আব্দুল মুনাইম চৌধুরী অপু।
সহ সভাপতি শেখ আলী আহমদ সাহেব,হাজ্বী আব্দুল হান্নান, মোঃ শিফার উদ্দিন সহ মাদ্রাসা ছাত্রদের অভিবাবকবৃন্দরা।
অনুষ্টানটির সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার কার্যকারী সদস্য শাহ জাহান চৌধুরী।
এই সুন্নাতে খৎনা অনুষ্টানে অত্র মাদ্রাসা ও এতিমখানার মোট ৪০ জন এতিম বাচ্চাদের কে সুন্নাতে খৎনা করানো হয়।
পরিশেষে অনুষ্টানে সম্মানিত অথিতিবৃন্দদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।