রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
রাজনীতি ডেস্ক :: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
চিকিৎসকের বরাতে তিনি বলেন, রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই, কাশিও কমেছে। প্রতিদিন এক্স-রে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়।
তুষার জানান, আজকের এক্স-রে রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনা পজেটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটের ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন রিজভী।