সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে আনজুমানে তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তালামীযের সভাপতি মুহাম্মাদ দুলাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তালামীযের অর্থ সম্পাদক এম এ জলি। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি এম. কাওছার আহমদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আল-ইসলা সভাপতি মাওলানা কাজী আলম চৌধুরী,সাধারন সম্পাদক হাফেজ এম,এ ওহাব,কমলগঞ্জ উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা ছালেহ আহমদ,সাধারন সম্পাদক মাওলানা আবু বকর জিয়াব প্রমুখ। আলোচনা পরবর্তী হাজারো সুন্নী জনতার অংশগ্রহণে মুবারক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।