শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ ১ নভেম্বর সকালে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান।