1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

ফাতির নৈপুণ্যে বার্সেলোনার জয়

  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৪১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : লা লিগার ম্যাচে মঙ্গলবার প্রথমার্ধে নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি আনসু ফাতি। তবে বিরতির পর এ তরুণ তারকা উপহার দিলেন চমৎকার গোল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে দিনামো কিয়েভকে আবারও হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি।

শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ৩২তম মিনিটে দুর্ভাগ্য বাঁধ সাধে বার্সেলোনার সামনে। মেমফিস ডিপাইয়ের ফ্রি কিকে ডি-বক্সে ডিফেন্ডার ক্লেমোঁ লংলের ডাইভিং হেডে বল পোস্টে লাগে।

বিরতির আগে সফরকারীদের সামনে সুযোগ আসে আরেকটি। অস্কার মিনগেসার ক্রসে কাছ থেকে নিকো গনসালেসের হেডে বল লাগে নিজেদের খেলোয়াড় মেমফিসের পায়ে। অন্যথায় যেতে পারত জালে।

৬৪তম মিনিটে ফাতি প্রতিপক্ষের ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। ফাতি নিজেই প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে মেরেছিলেন।

বার্সেলোনা এগিয়ে যায় ৬৯তম মিনিটে। ডান দিক থেকে মিনগেসার ক্রসে প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে বল পেয়ে যান ফাতি। ১০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড। বাকি সময়ে তারা আর সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৮২তম মিনিটে আরেকটি দুর্দান্ত সেভে ব্যবধান ধরে রাখেন টের স্টেগেন। ডি-বক্সের ভেতর থেকে ভিক্তরের শট এক হাতে ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক।

৪ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..