রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: নীলফামারী প্রতিনিধি নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা বাজারে অগ্নিকান্ডে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের সাদাকাতের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে।
ঔষুধ, কাপড়, মুদি দোকান, টেইলার, চা দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিলো এই বাজারে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মকবুল হোসেন জানান, ধারণা করা গেছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।