1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার সুদান সেনাপ্রধানের

  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৯৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সামরিক অভ্যুত্থানের নেতা সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল –বুরহান বেসামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে অঙ্গীকার করেছেন।

দেশটির স্থানীয় সময় রবিবার তিনি বলেন, যে তিনি নতুন সরকারের দায়িত্বে অংশ নেবেন না। এ সময় তিনি বলেন ‘এটি আমাদের অঙ্গীকার- আমরা নিজেরাই যেটি করছি, সুদানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যে ক্ষমতার গণতান্ত্রিক হস্তান্তর করা হবে, সঠিক সময়ে নির্বাচন হবে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে শান্তির জন্য কোনো রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হবে না।’

তবে এ সময় দেশটিতে সেনা অভ্যুত্থানের জেরে সহিংসতায় নিহতের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন দেশটির এই সেনাপ্রধান।
বলেছেন, ‘সুদানের সেনাবাহিনী নাগরিকদের হত্যা করে না, বরং কী ঘটেছে তা প্রকাশ করার জন্য তদন্ত কমিটি করা হয়েছে।’

২৫ অক্টোবর সেনা অভ্যুত্থানের পর সুদানের রাজধানীসহ সারাদেশে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভে নিরাপত্তাকর্মীদের বাধায় সংঘর্ষ হয় এবং অন্তত ১৪ বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া যায়।

এখনো রাজধানী খার্তুম এবং অন্যান্য কয়েকটি শহরে অভ্যুত্থানবিরোধী সমাবেশ চলছেই।
সূত্র : আলজাজিরা

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..