সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সামরিক অভ্যুত্থানের নেতা সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল –বুরহান বেসামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে অঙ্গীকার করেছেন।
দেশটির স্থানীয় সময় রবিবার তিনি বলেন, যে তিনি নতুন সরকারের দায়িত্বে অংশ নেবেন না। এ সময় তিনি বলেন ‘এটি আমাদের অঙ্গীকার- আমরা নিজেরাই যেটি করছি, সুদানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যে ক্ষমতার গণতান্ত্রিক হস্তান্তর করা হবে, সঠিক সময়ে নির্বাচন হবে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে শান্তির জন্য কোনো রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হবে না।’
তবে এ সময় দেশটিতে সেনা অভ্যুত্থানের জেরে সহিংসতায় নিহতের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন দেশটির এই সেনাপ্রধান।
বলেছেন, ‘সুদানের সেনাবাহিনী নাগরিকদের হত্যা করে না, বরং কী ঘটেছে তা প্রকাশ করার জন্য তদন্ত কমিটি করা হয়েছে।’
২৫ অক্টোবর সেনা অভ্যুত্থানের পর সুদানের রাজধানীসহ সারাদেশে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভে নিরাপত্তাকর্মীদের বাধায় সংঘর্ষ হয় এবং অন্তত ১৪ বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া যায়।
এখনো রাজধানী খার্তুম এবং অন্যান্য কয়েকটি শহরে অভ্যুত্থানবিরোধী সমাবেশ চলছেই।
সূত্র : আলজাজিরা