রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফি আজ(মঙ্গলবার) বাংলাদেশ-সিশেলস মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধার কারণে সেটা অনুস্ঠিত হয়নি। তবে পরিত্যক্ত ঘোষণা করা হয়নি ম্যাচঠি। দুই দলের মধ্যকার ম্যাচটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।কলম্বোর রেসকোর্স মাঠে বুধবার বাংলাদেশ সময় সাড়ে ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে সন্ধ্যায় জানিয়েছে বাফুফে। শ্রীলংকা ফুটবল টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি বলেও জানিয়েছে তারা।এদিকে বাংলাদেশ এবং সিশেলস আজ মাঠে নামতে না পারলেও স্বাগতিক শ্রীলঙ্কা এবং মালদ্বীপ মধ্যকার ম্যাচটি ঠিকই অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটিতে অবশ্য জয়ের দেখা পায়নি কোনো দলই। ৪-৪ গোল ব্যবধানে ড্র হয়েছে।