সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। তবে শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে দারুণ দাপট দেখিয়েছে টাইগাররা। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলেও এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা ও আল আমিন হোসেন। পাশাপাশি বিশ্বকাপ দলে থাকা তাসকিন আহমেদও অবশ্য দল পেয়েছেন এলপিএলে।
মঙ্গলবার এলপিএলের আগামী আসরের জন্য ড্রাফট সম্পন্ন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এলপিএলের দ্বিতীয় আসরে মিঠুন, অপু ও রানাকে দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। তাসকিন ও আল আমিনকে স্কোয়াডে ভিড়িয়েছে কলম্বো স্টার্স।
আগামী ৫ ডিসেম্বর পর্দা উঠবে এলপিএলের এবারের আসরের। ২৩ ডিসেম্বর শেষ হবে আসরটি। এর আগে অবশ্য বেশ কয়েকবার সূচি নির্ধারণ করেও দফায় দফায় পরিবর্তন আনতে হয়েছে আয়োজকদের। কারণ দ্বিতীয় সংস্করণ আয়োজনের আগে বেশ কিছু কাজ বাকি ছিল লঙ্কান ক্রিকেট বোর্ডের।