সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে আইজিপি কাপ অনুর্ধ ১৯ (বালক ও বালিকা) জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা ২০২১ শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচাজ মোঃ ইয়াছিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সপেক্টর আবদুস ছালেক।
উদ্বোধনী খেলা মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭ টি উপজেলা ও সদর পৌরসভা সহ ৮টি দল অংশ গ্রহন করে। এর মধ্যে ২টি বালিকা টিম অংশ গ্রহন করে।