রবিবার, ২৮ মে ২০২৩, ১০:১৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবি শস্য মৌসুমে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের কৃষক মিলনায়তনে শ্রীমঙ্গল কৃষি অফিস কর্তৃক আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, যুগ্ম সচিব ড. হুমায়ারা সুলতানা, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পুলিশ সুপার মো: জাকারিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুর বারী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের শতাধিক কৃষকের মধ্যে শীত কালিন সবজি ভুট্টা, পেয়াজ, গম, শস্য, সূর্যমূখী, টমেটোসহ বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করা হয়।
এ সময় বক্তরা বলেন, লেখাপড়া করে কৃষি অফিসাররা যেমন কৃষিবিদ তেমনি মাঠে ময়দানে কাজ করে তৃণমুলের একজন কৃষকও কৃষিবিদ। এই তৃনমুলের কৃষকদের মাধ্যমেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ।