শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
সৈয়দ আশফাক তানভীর :: কুলাউড়ায় মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার করেছিলেন এক স্কুল শিক্ষিকা। উদ্ধারের একদিন পর সেই মেছো বাঘের বাচ্চাগুলো অবশেষে তাদের মায়ের কোলে ফিরেছে। এমনটি নিশ্চিত করেছেন কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইছলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা রানী কর।
এর আগে মেছো বাঘের বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে একটি পোস্ট দেন ওই শিক্ষিকা। বিড়ালছানা ভেবে মেছো বাঘের ওই তিনটি বাচ্চা ঘরে এনে বিপাকে পড়েছিলেন তিনি। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শিক্ষিকা দিবা রানী কর তাঁর বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের কাছে বিড়াল ছানার ডাক শুনতে পান তিনি। পরে, টয়লেটের ছাদে আরও দুটি ছানা দেখতে পেয়ে বিড়ালছানা ভেবে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন।
শনিবার সন্ধ্যায় শিক্ষিকা দিবা রানী কর প্রতিবেদককে জানান, প্রথমে ছানাগুলোকে দুধ ও ভাত খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কোনো উপায় না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে একটি পোস্ট দেন। পোস্ট দেখে বন বিভাগের লোকজন তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বুঝতে পারেন এগুলো মেছো বাঘের ছানা। এরপর বনবিভাগের লোকদের পরামর্শক্রমে যেখানে বাচ্চাগুলো পাওয়া গিয়েছিলো সেখানে বাচ্চাগুলো রেখে আসি। আজ ওই স্থানে দেখতে গেছে বাচ্চাগুলোকে আর পাওয়া যায়নি। এই এলাকাটি পাহাড়ি ও সংরক্ষিত বনের পাশে পড়েছে। প্রায়শই রাতের বেলায় মেছো বাঘের ডাক শুনতে পাওয়া যায়।
এ বিষয়ে বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (প্রকৃতি ও নিরাপত্তা) রেজাউল করিম চৌধুরী বলেন, “যে স্থান থেকে মেছো বাঘের বাচ্চাগুলো পাওয়া গেছে, সে স্থানেই আবার রেখে দেওয়ার কারনে মা মেছোবাঘ এসে বাচ্চাগুলো নিয়ে গেছে।