শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করেছে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা প্রকল্প।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, সুচনার এফডিও মো. হাবিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক তপন কুমার দাস ও এ. জে লাভলু, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মো. এস্তাগফার, সূচনার জিসিডিও অসীম চন্দ্র, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিন প্রমুখ।