বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলের দিনিপ্রো নগরীতে একটি বেসরকারি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির ন্যাশনাল পুলিশের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, অগ্নিকাণ্ডের পর একই রুম থেকে ৭৫ থেকে ৮৯ বছর বয়সী পাঁচ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই পাঁচ নারী কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় মারা গেছে।
নার্সিং হোমের ম্যানেজারকে পুলিশ আটক করেছে।