মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, বুধবার পুলিশের ওপর হামলা চালাতে গেলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে হামলাকারী ওই কিশোরের মৃত্যু হয়।
জানা যায়, স্থানীয় সময় বুধবার জেরুজালেমের ওল্ড সিটি এলাকার ভিয়া ডলোরোসা সড়কে টহলরত দুই ইসরায়েলি পুলিশ সদস্যের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল ওই কিশোর।
ফিলিস্তিনভিত্তিক কয়েকটি মানবাধিকার সংগঠন এ ঘটনায় অভিযোগ করে জানিয়েছে, আটক অবস্থায় নিরস্ত্র কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে ইহুদিবাদীদের আগ্রাসন। নিরাপত্তার অজুহাতে বিনা কারণে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী।