1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নতুন অতিথি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৫০৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মেছোবিড়ালটি চতুর্থবারেরমতো বাচ্চা দিয়েছে।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মেছোবিড়ালটি বাচ্ছা প্রস্্রব করে। বাচ্চাটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ নিভিড় পর্যবেক্ষণে আছে বলে জানান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপনদেব সজল দেব। তিনি জানান, বৃহস্পতিবার মাদী মেছোবাগটি দেখে তিনি বুঝতে পারেন রাতের যে কোনো সময় বিড়ালটি বাচ্ছা প্রস্্রব করতে পারে। সে অনুযায়ি তিনি মা মোছেবিড়ালটিকে আলাদা ঘরে নিরাপদ স্থানে সরিয়ে রাখেন। এবং খড় ও বস্তা দিয়ে রাখেন। শুক্রবার সকালে মেছোবিড়ালের ঘরে গিয়ে দেখতে পান সুন্দর ফুটফুটে একটি বাচ্ছা প্রস্্রব করেছে মেছোবিড়ালটি। সদ্যফোটা মেছোবিড়ালের বাচ্ছাটিকে মা মেছোবিড়ালটি পরম যতেœ জড়িয়ে রেখেছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, গত সাত বছর ধরে তারা এই মেছো বিড়ালটিকে পোষছেন। মেছোবিড়ালটি এ নিয়ে চতুর্থবারের মত বাচ্চা দিলো , চারবারে এই নিয়ে ৬টি বাচ্চা দিয়েছে। প্রত্যেকটি বাচ্চাই সুস্থ অবস্থায় বেড়ে উঠে এবং পরে বনে অবমুক্ত করা হয়।
এর আগেও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অজগর সাপ, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্র হরিণ, সোনালী বিড়াল, কালেম পাখি, বন মোরগসহ বিভিন্ন প্রানী বংশব্রদ্ধী করেছে। তিনি জানান এই বাচ্চাটিও বড় হলে বনে অবমুক্ত করে দেওয়া হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..