1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাট করার সিদ্ধান্ত। দ্বিতীয় ম্যাচেও সিদ্ধান্তটা বদলাল না। টস জিতলেন অধিনায়ক মাহমুদউল্লাহ, নিলেন ব্যাট করার সিদ্ধান্তই।

বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছেন মাহমুদউল্লাহ। তবে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচের নায়ক হাসান আলিকে বিশ্রাম দিয়ে শাহীন শাহ আফ্রিদিকে নিয়েছে পাকিস্তান।

টসের সময় মাহমুদউল্লাহ বলেছেন, ‘উইকেট অনুমান করা কঠিন। তবে মনে হচ্ছে ভালো উইকেট। আমরা যদি ভালো পুঁজি পেতে পারি তাহলে চেষ্টা করবো তাদের আটকে দিতে। টি-টোয়েন্টিতে একটি ভালো শুরু প্রয়োজন। আমরা ভালো শুরু পেতে পারি তাহলে স্কোর পেতে পারি। আমরা অনেকদিন ধরেই এই জায়গায় উন্নতি করতে পারছি না। আমাদের নিজের এগিয়ে আসতে হবে।’

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমরা টস জিতে ফিল্ডিংই নিতাম। আমরা প্রথম ম্যাচে স্ট্রাগল করলেও যেভাবে ফখর, খুশদিল ও নওয়াজ ব্যাটিং করেছে দেখে ভালো লাগছে। আমরা ভালো বোলিংয়ের চেষ্টা করবো। শুরুতে উইকেট নিয়ে ওদের ওপর চাপ তৈরি করব।’

প্রথম ম্যাচে লড়াই করেও বাংলাদেশ জিততে পারেনি। ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আজ হারলেই সিরিজ শেষ। এক ম্যাচ হাতে রেখে পাকিস্তান সিরিজ জিতবে নাকি বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাবে?

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শোয়েব মালিক।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..