1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

দেড় লাখ লিটার ডিজেলসহ বিদেশি ট্যাংকার জব্দ ইরানের

  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫১২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে দেড় লাখ লিটার ডিজেলসহ একটি বিদেশি ট্যাংকার জব্দের দাবি করেছে ইরান। তেহরান বলছে, ডিজেল চোরাচালানের দায়ে তাদের বিপ্লবী গার্ড বাহিনীর নেভাল ফোর্সের কমান্ডোরা ওই ট্যাংকারটি জব্দ করে।

হরমোজগান প্রদেশের দক্ষিণ পার্সিয়ান কাউন্টিতে নেভাল টাইপ ৪১২ জুলফিকারের কমান্ডার কর্নেল আহমেদ হাজিয়ান। শনিবার তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ওয়েবসাইটে বলা হয়েছে, জব্দকৃত জাহাজটি অবৈধভাবে দেড় লাখ লিটার ডিজেল বহন করছিল।

কর্নেল আহমেদ হাজিয়ান বলেন, ‘গোয়েন্দা নজরদারি এবং একটি সমন্বিত অভিযানের মাধ্যমে আমাদের নৌবাহিনী ইরানের পানিসীমায় ১১ জন ক্রু সদস্যসহ একটি বিদেশি জাহাজ আটক করতে সমর্থ হয়েছে।’

তিনি জানান, জব্দকৃত ট্যাংকারটির ক্রুদের স্থানীয় বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাংকারটির নাম, এর জাতীয়তা কিংবা এর ক্রুদের জাতীয়তার ব্যাপারে তেহরানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ঘটনাটি কখন ঘটেছে সেটিও স্পষ্ট নয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..