1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

ফের হোঁচট, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কায় বার্সা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪১৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : নতুন কোচ জাভি হার্নান্দেজের হাত ধরে জয়ে ফিরেছিল বার্সেলোনা। কিন্তু পরের ম্যাচে নিজেদের মাঠে হোঁচট খেল দলটি। তাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। প্রথম দেখায় পর্তুগিজ ক্লাবটির মাঠে ৩-০ গোলে হেরেছিল বার্সা।

পুরো ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা, অন্তত ১৪টি আক্রমণের লক্ষ্য ছিল তিনটি শট। কিন্তু একটিতেও মেলেনি গোল।

বিরতির আগে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় বার্সেলোনা। ৪৩তম মিনিটে ডান দিক থেকে দেমিরের শট ক্রসবারে বাধা পায়। একইভাবে দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণ ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা।

৫৮তম মিনিটে দারুণ সুযোগও পায় তারা; কিন্তু ডি-বক্সে ঢুকে বল হারিয়ে পেলেন মেমফিস ডিপাই। ১০ মিনিট ফ্রেংকি ডি ইয়ংয়ের হেড দারুণ নৈপুণ্যে ঠেকান প্রতিপক্ষের গোলরক্ষক।

শেষ দিকে উল্টো গোল খেতে বসেছিল বার্সেলোনা। বেনফিকা ফরোয়ার্ড হারিস সেফেরোভিচ ডি-বক্সে ঢুকে ফাঁকা পোস্ট পেয়েছেও লক্ষ্যভ্রষ্ট শট নেয়ায় সুযোগটি হাতছাড়া হয়। ওই মিস বেনফিকা কোচ-খেলোয়াড়রা যেন বিশ্বাসই করতে পারছিলেন না।

বার্সাকে হতাশায় ডুবিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বেনফিকা। আর কঠিন সমীকরণের সামনে পড়ে গেল জাভির দলটি।

ই গ্রুপে পঞ্চম রাউন্ড শেষে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। তাদের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত। ফলে লড়াই এখন বার্সা ও বেনফিকার মধ্যে। পাঁচ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৭ পয়েন্ট, সমান ম্যাচে বেনফিকার পয়েন্ট ৫।

তাই বলে বার্সা এগিয়ে রয়েছে ভেবে স্বস্তিতে থাকার সুযোগ নেই। কেননা শেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ শক্তিশালী বায়ার্ন মিউনিখ আর বেনফিকা খেলবে কিয়েভের বিপক্ষে। এই ম্যাচে বেনফিকা জিতলে হয়ে যাবে ৮ পয়েন্ট।

অর্থাৎ বায়ার্নের বিপক্ষে বার্সেলোনার সামনে জয়ব্যতীত আর কোনো পথ খোলা নেই। উড়তে থাকা বায়ার্নের বিপক্ষে কী করবে জাভির নতুন বার্সা, সেটিই দেখার বিষয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..