বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : জেলা পলিসি ফোরাম মৌলভীবাজার এর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় জনগনের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে গন-শুনানী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে গন-শুনানি অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে গন-শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরিতোষ দে এর পরিচালনায় গন-শুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। অনুষ্ঠানে ছাত্র, সমাজকর্মী,ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য,ইউপি সচিব,সংস্কৃতিকর্মী,সরকারি কর্মকর্তা,গনপরিবহন শ্রমিক,শিক্ষক, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।