1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজার চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন জমা দিলেন যারা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৫৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য (আওয়ামীলীগ) প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিযছেন ৬৬জন প্রার্থী। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এতখ্য জানা গেছে।
মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন:- ১ নং খলিলপুর ইউনিয়নে মো. অলিউর রহমান (আওয়ামীলীগ), মো. আশরাফ আলী খাঁন (স্বতন্ত্র), মোহাম্মদ মুজিবুর রহমান (স্বতন্ত্র), আবু মিয়া চৌধুরী (স্বতন্ত্র)।
২নং মনুমুখ ইউনিয়নে এমদাদ হোসেন (আওয়ামীলীগ),আব্দুল হক সেফুল (স্বতন্ত্র),শাহ মোশাহীদ আহমেদ (স্বতন্ত্র), মোহাম্মদ মর্তুজা (স্বতন্ত্র)।
৩নং কামালপুর ইউনিয়নে মো. আব্দুর রহমান (আওয়ামীলীগ), মো. আলাউর রহমান (স্বতন্ত্র), রাজু আহমেদ (ইসলামী আন্দোলন), সোহেল আহমেদ (স্বতন্ত্র), মো. ফয়সল আহমেদ (বিএনপি), আব্দুল খালেক (স্বতন্ত্র), মো. আব্দুস সালাম (স্বতন্ত্র), আপ্পান আলী (স্বতন্ত্র)।

৪নং আপার কাগাবলা ইউনিয়নে মো. মুজিবুর রহমান (আওয়ামী লীগ), মো ফার“ক আহমেদ (স্বতন্ত্র), মো. শাহিন মিয়া (স্বতন্ত্র), ইমন মোস্তফা (স্বতন্ত্র), মো. আব্দুল মতিন (স্বতন্ত্র)।
৫নং আখাইলকুড়া ইউনিয়নে শেখ মো. বদর“জ্জামান চুনু, (আওয়ামীলীগ), মো. ফখর“জ্জামান (স্বতন্ত্র), সেলিম আহমদ (স্বতন্ত্র),মো. শামিম আহমেদ (স্বতন্ত্র), এমদাদুর রহমান (স্বতন্ত্র)।
৬নং একাটুনা ইউনিয়নে মো. আবু সুফিয়ান (আওয়ামীলীগ), শাহ গিয়াস উদ্দিন (আওয়ামীলীগ বিদ্রোহী), মো. সেলিম আহমেদ (স্বতন্ত্র, তিনি বিএনপি নেতা)।
৭নং চাঁদনীঘাট ইউনিয়নে আক্তার উদ্দিন (আওয়ামীলীগ),মো. মিজানুর রহমান (স্বতন্ত্র), মো. আসলাম মিয়া (স্বতন্ত্র), কামাল আহমদ বেলাল (স্বতন্ত্র), তাহের“ল ইসলাম (স্বতন্ত্র), মো. ছাদিকুর রহমান (স্বতন্ত্র) ,রাজু আহমেদ (স্বতন্ত্র)।
৮ নং কনকপুর ইউনিয়নে জুবায়ের আহমেদ(আওয়ামীলীগ), মো.মনির“জ্জামান (স্বতন্ত্র), র“বেল উদ্দিন (স্বতন্ত্র), আব্দুল কাইয়ুম (স্বতন্ত্র), আব্দুল মুয়ীদ (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম চৌধুরী (স্বতন্ত্র), রেজাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র)।
৯ নং আমতৈল ইউনিয়নে ¿),মো. মখলিছুর রহমান (আওয়ামীলীগ),মো. রানা খাঁন শাহীন (স্বতন্ত্র),মোহাম্মদ তাহির মিয়া (স্বতন্ত্র),সুজিত চন্দ্র দাশ (স্বতন্ত।
১০ নং নাজিরাবাদ ইউনিয়নে মো. আশিকুর রহমান (আওয়ামীলীগ), মোহাম্মদ মোস্তাহিদ আলী (স্বতন্ত্র),সৈয়দ এনামুল হক রাজা (স্বতন্ত্র),মো. মাহমুদুর রহমান(স্বতন্ত্র),সৈয়দ মুহিত আলী (স্বতন্ত্র),আশরাফ উদ্দিন আহমদ (স্বতন্ত্র)।
১১ নং মোস্তফাপুর ইউনিয়ন মো. খসর“ আহমেদ (আওয়ামীলীগ),শেখ র“মেল আহমেদ (স্বতন্ত্র), মো. আব্দুর রহিম(স্বতন্ত্র), মো. তাজুল ইসলাম, (স্বতন্ত্র) তোফায়েল আহমেদ(স্বতন্ত্র)।
১২ নং গিয়াসনগর ইউনিয়ন মো. ছুরুক মিয়া (আওয়ামীলীগ), মো. শামছুল ইলাম(স্বতন্ত্র), আব্দুল মুকিত (স্বতন্ত্র), মো. জিলা মিয়া (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মুকিত (স্বতন্ত্র), মো. মোশাররফ হোসেন (স্বতন্ত্র), সৈয়দ গৌছুল হোসেন (স্বতন্ত্র)।
মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিল গত ২৫ নভেম্বর এবং মনোনয়নপত্র বাছাই হবে ২৯নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর হইবে।
উল্লেখ্য যে, চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..