সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিনিধে: বড়লেখায় উপজেলায় তৃতীয় ধাপে আজ রোববার উপজেলার ১০ইউনিয়নের নির্বাচন সুষ্টুভাবে শুরু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র বড়লেখা সদর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইভিএমে (ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন)। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষে সবধরণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। ব্যালট পেপারের নিরাপত্তা রক্ষায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের নিকট ব্যালট পেপার পৌঁছে দিবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
ভোটকেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি। এছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক দিক নির্দেশনা প্রদানে মাঠে থাকছেন ৪জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১০ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১,৬৭,৭৮৬। এরমধ্যে পুরুষ ভোটার ৮৩,৯৮৭ ও নারী ভোটার ৮৩,৭৯৯ জন।