সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : মেহেদি মিরাজের কুইকার বুঝতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সরাসরি আঘাত হানে উইকেটে। মাত্র ১০ রানে আউট হয়ে ফিরলেন বাবর। তাইজুলের পর এবার আক্রমণে মিরাজ। পর পর দুই উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন সফরকারী দলের এই নেতা। খেলছিলেন দেখেশুনে। তবে ৪৬ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তাকে ফেরানো বাংলাদেশ শিবিরের জন্য বড় স্বস্তি।
টাইগারদের দুর্দান্ত দিন শুরুর পর পাক ওপেনার আবিদ আলি অবশ্য ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পান। শফিক ও আজহারের বিদায়ের পর আবিদকে সঙ্গ দিতে আসেন বাবর আজম।
তবে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৬৯ রানের মাথায় বাবরকে বোল্ড করে মাত্র ১০ রানেই সাজঘরে ফিরিয়েছেন মিরাজ। আবি অপরাজিত আছেন ১০৭ রানে। পাকস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬৯ রান। মধ্যাহ্ন বিরতির আগে পরপর উইকেট হারিয়ে বেশ ব্যাক ফুটেই পাকিস্তান।
এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন লিটন দাস। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মুশফিকুর রহিম। শেষ দিকে ৩৮ রান করেন মেহেদী হাসান মিরাজ।