মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে নাও খেলতে পারেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। এমন ইঙ্গিত দিয়েছেন জকোভিচের বাবা সারজান জকোভিচ।
এবারের আসরে খেলতে হলে অবশ্যই ভ্যাকসিন দেয়া থাকতে হবে, অস্ট্রেলীয় সরকারের এমন বাধ্যবাধকতায় ভ্যাক্সিনের ব্যপারে অনীহা প্রকাশ করা জকোভিচ পড়েছেন বিপাকে।
মেলবোর্নে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামার কথা রয়েছেন এই সার্বিয়ান তারকার। এ সম্পর্কে জকোভিচের বাবা বলেছেন, ‘অবশ্যই সে মন থেকেই মেলবোর্নে যেতে চায়। কারন সে একজন ক্রীড়াবিদ এবং সার্বিয়াসহ তার ভক্তরা অবশ্যই গ্র্যান্ড স্ল্যামে তার অংশগ্রহণ আশা করে। কিন্তু আমি জানিনা আদৌ কি হতে যাচ্ছে। এমনও হতে পারে সে না খেলার সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিতে পারে। কারন এভাবে একজন খেলোয়াড়কে জোড় করে কিছু করানো ঠিক হচ্ছে কিনা আমি বলতে পারব না।’
বিষয়টি একান্তই জকোভিচের ব্যক্তিগত ব্যপার বলে সারজান মন্তব্য করেছেন। এক্ষেত্রে তিনি কার্যত ছেলের পক্ষ নিয়েই কথা বলেছেন। এমনকি জকোভিচ ভ্যাকসিন নিবেন কিনা এ ব্যপারে সারজান নিজেও কিছুই জানেননা।
টুর্নামেন্ট পরিচালক ক্রেইগ টিলে জানিয়েছেন, জকোভিচকে আমরা সবাই এখানে দেখতে চাই। তবে এখানে খেলতে হলে তাকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে।’
নয়বারের অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী জকোভিচ রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের সাথে সমান ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেছেন।