সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার কমলগঞ্জ,কুলাউড়া,মৌলভীবাজার সদর সহ সবকটি উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠগুলো ঘুরলেই চোখে পড়বে অনেক নারী জমিতে কৃষি কাজ করছেন।
পুরুষের চেয়ে নারীদের পারিশ্রমিক কিছুটা সস্তা হওয়ায় চাষিরা নারী শ্রমিকদের দিয়েই কাজ করাতে বেশি আগ্রহী। কৃষিকাজে শ্রমিক হিসেবে চা শ্রমিকদের পাশাপাশি অংশ নিচ্ছেন সাধারণ ঘরের হিন্দু-মুসলিম,মণিপুরী নারীরাও। সরেজমিন মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়, নিম্নবিত্ত পরিবারের অধিকাংশ নারীই কৃষি কাজের সাথে জড়িত।
বিভিন্ন এলাকার নিম্নবিত্ত মনিপুরী,গারো, হিন্দু ও মুসলিম পরিবারের নারীরা মৌসুমি কৃষি শ্রমিকের কাজ করেন। সদর উপজেলার সাধুহাটি মনুমুখ গ্রাম এলাকায় দেখা যায়, নগেন্দ্র পরিবারের ,পূরবী, সুতি, ববিহা, অজুদা, ও নন্দিনী, মিলে ধান রোপণ করছেন। কৃষি কাজে পিছিয়ে নেই নারীরাও- এছাড়াও এ এলাকায় রুমি বেগম ও শেফালি বেগমকে পুরুষের পাশাপাশি কৃষিক্ষেতে কাজ করতে দেখা যায়। খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিনযাপন করেন তারা।তাদের গ্রামের ১শ’৫০ জন থেকে ২শ’ জন নারী কৃষি শ্রমিকের কাজ করেন। বীজ বোনা, চারা উঠানো থেকে শুরু করে চারা রোপণ পর্যন্ত সব কাজগুলো তারাই করে থাকেন।
সকাল ৮ টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত কাজ করলে ২শ’ টাকা করে পান তারা।সুমি বেগম বলেন তার স্বামী রিক্সা চালান। তিনি কৃষি শ্রমিকের কাজ করেন। মৌসুম শেষ হলে অন্য কাজ পেলে করেন নতুবা বসে থাকেন। তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিলে কৃষিক্ষেত্রে তারা আরও ভাল অবদান রাখতে পারবেন বলে জানালেন তিনি। শুধু মণিপুরী ও চা শ্রমিকদের কয়েকজনকে কৃষি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তবে অন্যান্য নারীরাও যে কৃষি কাজে জড়িত তা তার জানা নেই। তবে কৃষিকাজে জড়িত নারী শ্রমিকদের বিষয়ে খোঁজ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থার ।