রবিবার, ২৮ মে ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার: শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপওে মৌলভীবাজার শহরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ,ইমরান নাজির,মিজানুর রহমান,ইমা বেগম প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের দাবী নিয়ে বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার পর হাফ পাসের দাবি মেনে নেওয়া হলো,তার আগে কেন হলো না? তার জীবনের কি কোনও মূল্য নেই। বাস মালিকদের কয়েকটা বাস পুড়িয়ে সড়ক হত্যার ও বেপরোয়া যানচলাচলের সমাধান করা যাবে না। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে পদচ্যুত করে নবাগত কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।