রবিবার, ২৮ মে ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২৫ বোতল অফিসার চয়েস (বিদেশী মদ) উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মাদক আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে শনিবার (৪ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন পীরেরবাজারে এ অভিযান চালায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রুস্তুমপুর ইউনিয়নের লামা ইস্তি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে জসিম উদ্দিন (৩৫), ফরহাদ আলী (২৪) ও সিলেটের জালালাবাদ থানার ফতেহপুর লামাকাজী গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে জসিম উদ্দিন (২৫), আখালিয়া নেহারীপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৩)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২৫ বোতল অফিসার চয়েস মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।