বুধবার, ৩১ মে ২০২৩, ১০:০৪ অপরাহ্ন
কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও জিআর মামলায় পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিআর ৩৪৯/১৮ এর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেনকে কুলাউড়া থানার কামারকান্দি থেকে গ্রেফতার করেছেন। মোক্তার হোসেন উপজেলার কামারকান্দি গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।
কুলাউড়া থানার আরেকটি অভিযানে এএসআই আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ জিআর ২৬১/১৬ এর পরোয়ানাভূক্ত আসামী শিবুল মিয়াকে কুলাউড়া উপজেলার দক্ষিণ রেলওয়ে কলোনি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শিবুল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কাঁচিশাইল গ্রামের আঃ মোতালিবের ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায় জানান কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামী সহ জিআর মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।